এডিনবারা পিএইচসি ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশিদের আনন্দ ভ্রমণ
- প্রকাশঃ ১০:৫৬ পিএম, ২৪ জুলাই ২০২৪
যুক্তরাজ্য থেকে তুহিন মাহামুদ : স্কটল্যান্ডের রাজধানী পর্যটক শহর খ্যাত এডিনবারায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সংগঠন "এডিনবারা পিএইচসি ওয়েলফেয়ার এসোসিয়েশনের" উদ্যেগে সমাপ্ত হলো আনন্দ ভ্রমণ- ২০২৪।
গত ১৮ জুলাই মঙ্গলবার সকাল নয়টায় দুটি ট্যুরিষ্ট বাসযোগে প্রায় ১৫০ জন ভ্রমণ পিয়াসীদের নিয়ে এডিনবারা থেকে ইংল্যান্ডের দর্শনীয় শহর লেক ডিষ্ট্রিকের উন্ডের মেরিতে পৌঁছায়।
যাত্রা পথে নানা বিনোদন মূলক আয়োজনের মধ্যে ছিলো ছোট ছোট কোমলমতি শিশুদের কোরআন তেলাওয়াত, ছড়া, সংগীত পরিবেশন সহ কৌতুক, গান সহ নানা আয়োজন। দু'পাশে উঁচু-নিচু পাহাড়বেষ্টিত সবুজ অরণ্যের ভীড় ঠেলে পিচঢালা কালো সড়ক পথ বেয়ে অবশেষে লেকের পাড়ে এসে পৌছায় বাস দুটি।
নারী-পুরুষ,শিশু-কিশোর সকলের চোখে-মুখে আনন্দের ঝিলিক।বিধাতার অপার কৃপায় যেন সোনালী রোদের কণা গুলো অঝোরে ঝরছে আরামদায়ক তপ্ততার পরশে দর্শণার্থীদের শরীরে।
দুপুরে বাঙ্গালী খাবার পরিবেশন যেন আরো উৎফুল্লতা বয়ে এনেছে সকলের মাঝে।মনোরম পরিবেশ আর নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য যেন আকৃষ্ট করেছে সকলকে।
একঘেয়েমি জনজীবনের রেশ কাটাতে শহর থেকে দূরে লেক আর পাহাড়ের কোলে শান্তির পরশ নিতেই এ আয়োজন।এ যেন চৈত্রের খরতাপে চৌচির হওয়া মাটির বুকে এক পশলা বৃস্টির মতই এ আনন্দধারা সকলের অন্তুরজুড়ে।
খাবার শেষে এবার লঞ্চ যোগে এক দ্বীপ থেকে অন্যদিপে ভ্রমণের এ আনন্দ যেন মনকে আরও সতেজ ও সজীব করে তুলেছে। অনেকদিন পর এ ধরনের আয়োজনে সকলেই আনন্দিত। আয়োজকদেরকে ধন্যবাদ দিয়ে ভ্রমণকারীরা বলেন, বাচ্চাদের মন বিকাশ ও যান্ত্রিক জীবনের মাঝে স্বস্হির ছোঁয়া পেতে এ ধরনের আয়োজন মাঝে-মধ্যে হওয়া দরকার।
পরন্ত বিকালে ক্লান্ত দেহে এক এক করে সবাই বাসে এসে বসলো অবশেষে এবার শো শো করে বাস ছুটে চলছে এডিনবারার পথে।পথে যেতে যেতে রাফেল ড্র খেলায় বিজয়ীদের আর্কষনীয় পুরষ্কারে আনন্দ ভ্রমণ যে ষোল কলায় পূর্ণ হলো।আনন্দের রেশ কাটতে না কাটতেই বাস এসে থামলো গন্তব্যে।
ভ্রমণকে সুন্দর ও স্বার্থক করে তুলতে নিরলসভাবে আন্তরিকতার সাথে কাজ করেছেন আলমগীর কবির,শাহ ইমদাদুল হক বাবু,কবির হোসেন, মোয়াজ্জেম হোসেন,আবুল কালাম,তুহিন মাহামুদ,ওবায়দুর রহমান,মোমেনুর রহমান সহ প্রমুখ।