ইতালির পৌর কাউন্সিলর পদে বাংলাদেশি তরুণ, সংবর্ধনা দিল বাংলা কমিউনিটি


News Defalt/Messenger_creation_5ba8c942-5190-47fc-96c4-5031c74550f4.jpeg

ইতালির ভিচেন্সা প্রভিন্সের Montecchio Maggiore (VI) ২০২৪ এর নির্বাচনে Partito Democratico (PD) দল থেকে সর্বোচ্চ সংখ্যক ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি তরুণ ( মিয়া এমডি অলি)।

ভিচেন্সা শহরের মন্তেক্কিও মাজ্জোরে ঐ পৌরসভার নির্বাচনে পিডি দল থেকে ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে ভিসেন্সায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তার জয়ে বেশ উচ্ছ্বসিত।

শনিবার (১০ আগস্ট ) কাউন্সিলর ( মিয়া এমডি অলি ) কে বাংলাদেশ কমিউনিটির পক্ষ  থেকে সংবর্ধনা অনুষ্টানের আযোজন করা হয়।

সংবর্ধনা অনুষ্টানে আনফার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় মেয়র সিলভিও ( পারিসে )।  ( মিয়া এমডি অলীকে ) সংবর্ধনা অনুষ্ঠানে বাংলা কমিউনিটির নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীরা উপস্থিত ছিলেন। (মিয়া এমডি অলির) জয়ে তারা বেশ উচ্ছ্বসিত ও গর্বিত।

মিয়া এমডি অলি এই পৌরসভার প্রথম বাংলাদেশি কাউন্সিলর। তার দেশের বাড়ি সিলেটের  দক্ষিন সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের কাদিপুর বড় গ্রামে।

তিনি ছোট বেলা থেকেই ইতালিতে বসবাস করে আসছেন। মিয়া এমডি অলি পড়ালেখা শেষ করে নিজস্ব ব্যবসার সাথে জড়িত আছেন। পাশাপাশি ইতালির স্কুল ধারার রাজনীতি এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত আছেন।

কাউন্সিলর হিসেবে জয়লাভ করে (মিয়া এমডি অলি) তার প্রধান লক্ষ্য ইতালি ও বাংলাদেশি দুই সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। তিনি সবাইকে একটি সুন্দর শহর উপহার দিতে চান।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×