কুয়েত-চট্টগ্রাম রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দাবি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:৫৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৪
করোনাকালে বন্ধ হয়ে যাওয়া কুয়েত-চট্টগ্রামের ফ্লাইট আবারও চালুর দাবিতে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর স্মারকলিপি দিয়েছেন কুয়েতে বসবাসরত প্রবাসীরা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় বাংলাদেশি প্রবাসীরা কুয়েতের বাংলাদেশ বিমানের অফিসে কান্ট্রি ম্যানেজার আবু বকর ছিদ্দিকির সঙ্গে মতবিনিময় করেন ও বিমানের এমডি বরাবর স্মারকলিপি দেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী আবুল কাশেম, মো. শহীদুল আলম চৌধুরী, মো. মহিউদ্দিন, মো. আলী হোসেন, আবদুল কাদের, মামুনুর রশিদ, মো. শাহাদাৎ হোসেন।
বন্ধ হয়ে যাওয়া বিমানের ফ্লাইট চালুর আশ্বাস দিয়ে কুয়েতের কান্ট্রি ম্যানেজার বলেন, কুয়েত-চট্টগ্রাম রুটে ফ্লাইট চালু করতে সব ধরনের চেষ্টা করা হবে।
প্রবাসী প্রতিনিধিরা বলেন, এ দাবি প্রবাসীদের। ফ্লাইটটি চালু হলে চট্টগ্রামসহ তিন পার্বত্য জেলার প্রবাসীরা উপকৃত হবেন।