বার্লিনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


October 2/1730205599.germany.jpg

দলীয় নানা কর্মসূচির মধ্য দিয়ে জার্মানির বার্লিনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সফলতার ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৮ অক্টোবর) নগরীর একটি রেস্তোরাঁয় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে বার্লিন যুবদল।

বার্লিনের যুবদল সভাপতি আসিফ উদ্দিনের সভাপতিত্বে এবং ইফতি সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, দলের প্রয়াত সকল নেতৃবৃন্দসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশ ও দেশের সকলের সার্বিক মঙ্গল কামনা করা হয়।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন যুবদল নেতা আবু তাহের। 

পরে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জার্মান বিএনপির সিনিয়র উপদেষ্টা হামিদুল ইসলাম হেলাল, জার্মান বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ মাস্টার, সিনিয়র শীর্ষ নেতা আবু হানিফ, জার্মান স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাঈদুর রহমান সাঈদ, বার্লিন বিএনপির সভাপতি জসিম সিকদার, বার্লিন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল বেপারি ছাড়াও দলের সিনিয়র নেতৃবৃন্দসহ বার্লিন যুবদলের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, সিনিয়র যুবদল নেতা সোহেব আহম্মেদ, জামান মিয়া, সিরাতুল মোস্তাকিম আজম, আবু তাহের, শাহাদাত রাকিব, রুবেল ও নাসিরসহ দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য থেকে দলটির নেতাকর্মীসহ আরো অনেকেই ছিলেন উপস্থিত।

এসময় বক্তারা বার্লিন যুবদলের এমন আয়োজনের জন্য ধন্যবাদ দিয়ে বলেন, শুধু বার্লিন নয়, গোটা জার্মানির যুবদলের মধ্যে ঐক্যের কোন বিকল্প নাই। কারণ শহীদ জিয়ার আদর্শে গড়া যুবদলই দেশের আগামীর ভবিষ্যৎ।

একইসাথে সদ্য বিদায়ী ফ্যাসিবাদী শক্তি যাতে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যাবহার করে লুটপাট, ব্যাংক ডাকাতি আর উন্নয়নের নামে আর কোনদিন ভাঁওতাবাজি করে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং সাধারণ জনগণের ভোটাধিকার হরণ করতে না পারে সে কারণে প্রবাস থেকেও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।   

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×