পুরুষকে মারধরের অভিযোগে কুয়েতে বাংলাদেশি নারী গ্রেপ্তার
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৬:৫২ পিএম, ৩০ অক্টোবর ২০২৪
কুয়েতে একজন পুরুষকে রুমের মধ্যে হাত বেঁধে লাঞ্ছিত ও নির্যাতনের অভিযোগে এক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।পরে আইনি ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জনসংযোগ ও নিরাপত্তা মিডিয়া বিভাগ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে এক পুরুষকে মারধর করতে দেখা যায় ওই নারীকে। এর জেরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে এক পুরুষকে মারধর করতে দেখা যায় ওই নারীকে। এর জেরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে।
ভিডিওতে দেখা যায়, পিছমোড়া করে দড়ি দিয়ে হাত বেঁধে এক পুরুষকে মারধর করছেন বাংলাদেশি এক নারী। এমনকি নির্যাতনের শিকার ওই পুরুষের মুখও কালো কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে।
এ সময় ওই নারীকে বলতে শোনা যায়, রানী কিং খান, কে আমি বল? কে আমি? বল কিং খান, ভিডিও কর... এই রকম মারছে আমাকে, ৩৫ বছরের সংসার। পাশ থেকে আরেকজনকে বলতে শোনা যায়, মাইরেন না।
তবে কী কারণে বাংলাদেশি নারী ওই পুরুষকে এভাবে মারধর করছেন সে বিষয়ে জানা যায়নি।
এ ঘটনাকে কুয়েতের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছেন দেশটির প্রশাসন। এর আগে এমন ঘটনা দেশটিতে আগে কখনো প্রকাশ পায়নি। ঘটনাটিকে নেতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা।