পাসপোর্ট নবায়নে প্রবাসীদের ক্ষোভ, দ্রুত সমাধান চায় মালয়েশিয়া বিএনপি


menu/mlb_20241112_133617718.jpg

মালয়েশিয়ায় প্রবাসীদের এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) ও ই-পাসপোর্ট নবায়নে চরম জটিলতার কারণে ব্যাপক ভোগান্তি চলছে। এমন পরিস্থিতিতে দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছে বিএনপি।

গতকাল (১১ নভেম্বর), মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় কুয়ালালামপুরের জি টাওয়ার হোটেলে।

মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন এম মোজাম্মেল হক প্রধান। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালহা মাহমুদ, ড. এস এম রহমান তনু, শাখাওয়াত হোসেন, আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ জাহিদ, প্রচার সম্পাদক এস এম বশির আলম, দফতর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, যুবদলের সভাপতি মো. জাহাঙ্গির আলম খান, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মন্ডল, সহ-দফতর সম্পাদক হাবিবুর রহমান শিশির ও সদস্য মো. জসিম উদ্দিনসহ আরো অনেকে।

কেলাং, পেনাং, কেডাহ, ও অন্যান্য শহরের নেতারা বক্তব্য রাখেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, জাসাস নেতা শেখ আসাদুজ্জামান মাসুম, মো. ইসমাইল, যুবদলের রমজান আলী, নূরে সিদ্দিকী সুমন, স্বেচ্ছাসেবক দলের হেলাল শিকদার ও মোশারফ হোসেন হৃদয়।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন, এর মধ্যে ছিলেন মির্জা খোকন, আব্দুল জলিল লিটন, মোয়াজ্জেম হোসেন নিপু, এম ফরহাদ হোসেন পলাশ, মো. মুস্তাফিজুর রহমান, মো. আরিফ হোসেন, এম এ কালাম, গোলাপ হোসেন, আফজাল হোসেন, মোহাম্মদ রাহুল, মো. সুমন বেপারি, এস কে আলম কাজি, মো. নুরজামান মুন্সি, মো. আজাদ উদ্দিন, নাজমুল হাসান, মারুফ এলাহী, গোলাম কবির, মাহফুজুর রহমান, ইঞ্জিনিয়ার শাহ জালালজ এবং আরও অনেকে।

শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাত এবং খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন তালহা মাহমুদ।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×