এনটিভি ইউকের সিইও সাবরিনা হুসাইনের জন্মদিন পালিত
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৪:৪০ পিএম, ১৩ নভেম্বর ২০২৪

ইসমাইল হোসেন স্বপন, ইতালি : গতকাল ১২ নভেম্বর ছিল এনটিভি ইউরোপের সিইও এবং ডাইরেক্টর সাবরিনা হুসাইনের জন্মদিন।
১২ নভেম্বর রাত বারোটার সোসাল মিডিয়ায়/ ফেইসবুকে এ্যালার্ট দেয়ার পর থেকে শতাধিক মানুষের আইডি থেকে সাবরিনা হুসাইনকে শুভ জন্মদিনের শুভেচ্ছা অভিনন্দন জানাতে দেখা যায়।
এনটিভি ইউকেতে কর্মরত সংবাদকর্মীরা, প্রবাসী সাংবাদিক, বাংলাদেশি সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ কে শুভেচ্ছা অভিনন্দন জানাতে দেখা যায়।
এনটিভি ইউকের ইতালির ভিচেন্সা প্রতিনিধি ইসমাইল হোসেন স্বপন , ভিচেন্সার স্থানীয় মেয়র, কাউন্সিলর, প্রবাসী বাংলা কমিউনিটির নেতৃবৃন্দরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
আবার কেউ কেউ মোবাইল ফোনে ফোন করে ও ফুল নিয়ে দেখা করেও শুভ জন্মদিন এর শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।
১২ নভেম্বর এনটিভি ইউকে কার্যালয়ে কেক কেটে সাবরিনা হুসাইনের জন্মদিন পালন করা হয়।
জন্মদিনের শুভেচ্ছায় শিক্ত এনটিভি ইউকের সিইও জানালেন তার অনুভূতির কথা। তিনি সকলের শুভেচ্ছা অভিনন্দন পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করেন এবং সকলকে অন্তর ও অন্তরস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।