গঠিত হল পর্তুগাল-বাংলাদেশ চেম্বার অব কমার্স


November 25/Portugal Chamber.jpg

ইউরোপের দেশ পর্তুগালের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও ব্যবসায়-বাণিজ্য আরও বৃদ্ধির লক্ষ্যে পর্তুগাল-বাংলাদেশ চেম্বার অব কমার্স গঠন করা হয়েছে। মোহাম্মদ জীবনকে সভাপতি ও আব্দুল আহাদ সালমানকে সেক্রেটারি করে সম্প্রতি এ চেম্বার অব কমার্স গঠন করা হয়।

Your Image

কমিটিতে মোহাম্মদ জামাল উদ্দিনকে ভাইস প্রেসিডেন্ট, মীর মোহাম্মদ শাহরুজ্জামানকে প্রেসিডেন্ট জেনারেল এসেম্বলি, পেদ্রো জর্জ পিরেসকে নির্বাহী পরিচালক, রুই পাউলো মিগুয়েল মাউটিনহোকে পরিচালক, আলেক্সান্দ্রে কোতানো দা সিলভাকে আইন উপদেষ্টা, আনানা রহমানকে আর্থিক বিভাগের সভাপতি ও রোজানে লিভেইরা চাভেস পিরেসকে সহ-সভাপতি, ড. হেলিও-কে হিসাবরক্ষক ও ড. মারিশাকে সহকারী হিসাবরক্ষক করা হয়েছে।

পর্তুগালে প্রায় ৭০ হাজার বাংলাদেশী প্রবাসী বাস করে। এরমধ্যে ৫০ হাজার বাংলাদেশী নিয়মিত কর দেন। বাংলাদেশ থেকে মোট ২৫ হাজার ৬৬৬ জন স্থায়ীভাবে অভিবাসন নিয়েছেন, যার মাঝে ২০ হাজার ৩৯৫ জন পুরুষ ও পাঁচ হাজার ২৭১ জন নারী।

২০২৩ সালে ১৮ দশমিক ২৩ মিলিয়ন ডলার পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে ১১৪ দশমিক ৯৭ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করা হয় পর্তুগালে। বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পণ্য সামগ্রীর মধ্যে টেক্সটাইল, হোম টেক্সটাইল, কটন, নন- কটন জাতীয় তৈরি পোশাক অন্যতম। গেল ছয় বছরে পর্তুগালে রপ্তানির পরিমাণ বেড়েছে ৫৮ শতাংশ।

পর্তুগাল থেকে চলতি বছরে জুলাইয়ে সাত দশমিক ৯২, আগস্ট মাসে ছয় দশমিক ৫৬, সেপ্টেম্বর মাসে আট দশমিক ৪৯, অক্টোবর মাসে ছয় দশমিক ৩৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স বাংলাদেশে এসেছে। পর্তুগালে ৫০টি মসজিদ রয়েছে, যার মাঝে ১৪টি প্রবাসী বাংলাদেশীদের দ্বারা নির্মিত।

এরই ধারাবাহিকতায় পর্তুগালের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও ব্যবসায়-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে পর্তুগাল-বাংলাদেশ চেম্বার অব কমার্স গঠন করা হল। কাল বুধবার (২৭ নভেম্বর) পর্তুগালে সংগঠনের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে পর্তুগালের পররাষ্ট্র সচিব নুনো সামপাইও, লিসবনের মেয়র কার্লোস মোয়েডাস, অ্যাঙ্গলোর প্রতিনিধি, ব্রাজিল দূতাবাসের প্রতিনিধি, পর্তুগিজ পার্লামেন্টের পিএসডি পার্টির সাংসদ, আলভালাদে- লিসবনের জুন্তা দে ফ্রেগুয়েসিয়ার সভাপতি টোমাস গনক্যালভেস, এগা খান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. করিম মেরালি ও লিসবনের ব্যবসায়ী মালিক সমিতির সদস্যরা উপস্থিত থাকবেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×