সাংবাদিক ইসমাইল হোসেন স্বপনের জন্মদিন আজ


News Defalt/ismail_shawpon.jpg
দৈনিক কালবেলা ও বাংলানিউজের ইতালি প্রতিনিধি প্রবাসী সাংবাদিক ইসমাইল হোসেন স্বপনের জন্মদিন আজ। ১৯৮৭ সালের  আজকের এই দিনে শরীয়তপুরের নড়িয়ায় জন্মগ্রহণ করেন তিনি।

বর্তমানে তিনি ইতালির ভিচেন্সায় স্থায়ীভাবে বসবাস করছেন। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় শুরু হয়েছিল ইসমাইল হোসেন স্বপনের সাংবাদিকতার জীবন।

তিনি বাংলাদেশে থাকাকালীন সময়ে সাংবাদিকতায় কাজ করেছেন  দৈনিক প্রভাত, দিনের শেষে, বহুল প্রচারিত ভোরের কাগজ, দৈনিক মানবজমিনসহ বেশ কয়টি পত্রিকায়।

প্রবাসে আসার পর আজও সাংবাদিকতা জীবন অব্যাহত তার। এখানে আসার পর প্রথমে দৈনিক আমাদের সময়, পরবর্তীতে অনলাইন নিউজপোর্টাল রাইজিং বিডি,  ইতালি প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন তিনি। তারপর সংবাদ প্রতিদিন, সময়ের কন্ঠস্বর, সারাবাংলা, নিউজ জি সহ বিভিন্ন পত্রিকা ও অনলাইনে কাজ করেন। বিভিন্ন বিষয়ে ফিচার ও মতামত লিখেন তিনি।

ইসমাইল হোসেন স্বপন বলেন, পাওয়া না পাওয়ার ব্যক্তিগত কোন অর্জন বা অনার্জনের কোনো চিন্তা থেকে নয় দেশ ও দশের স্বার্থে সাংবাদিকতা করি আমি। নিপীড়িত, শোষিত মানুষের স্বার্থে সাংবাদিকতাকেই ব্রত হিসেবে নিয়ে কাজ করছি। কতটা সফল হয়েছি তা অপরের বিচার্য, তবে ব্যর্থ হইনি বলেই মনে করি।

তিনি আরও বলেন, বাংলাদেশে যখন সাংবাদিকতা করতাম সহকর্মীরা সব সময় সংবাদ সংগ্রহে সহযোগিতা করতেন। এখানেও তার ব্যতিক্রম নয়, প্রবাসে সাংবাদিক সহকর্মীরা সব সময় সংবাদ সংগ্রহে আমাকে সহযোগিতা করেন। তাদের সহযোগিতাই হয়ত প্রবাসে এত ব্যস্ততার মাঝেও রক্তের সঙ্গে মিশে যাওয়া, ভালো লাগা, আত্মতৃপ্তির পেশায় নিজেকে যুক্ত রাখতে পেরেছি।

ইতালিতে প্রবাসী বাংলা কমিউনিটি, ইতালিতে বাংলাদেশ দূতাবাসসহ দেশটিতে ঘটে যাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ দ্রুত সময়ে কভার করেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি তিনি ইতালিতে বিভিন্ন  সাংস্কৃতিক ও বাংলা কমিউনিটি সাথে কাজ করেন।
 
 
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×