মানবপাচার চক্রের চার হোতা গ্রেফতার, উদ্ধার ১১ বাংলাদেশি

  • প্রকাশঃ ০৯:৩৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪

December 2024/Misty.jpg

অভিযান চালিয়ে মানবপাচার চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। উদ্ধার করা হয়েছে চক্রের কবল থেকে ১১ জন বাংলাদেশিকেও। তাদের পাচার করার প্রস্তুতি চলছিল।

Your Image

শনিবার (১৪ ডিসেম্বর) বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।

তিনি জানান, দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে কুয়ালালামপুর চেরাসের তিনটি এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় চক্রের হোতা চার বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তাদের সবার বয়স ৩৫-৩৮ বছরের মধ্যে।

গ্রেফতার পুরুষ তিনজনের বিরুদ্ধে মানবপাচার ও অবৈধ অভিবাসন আইন, ২০০৭’-এর ১২ ধারায় মামলা রুজু করা হয়েছে। আর আটক নারীর বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩’-এর ধারা ১৫ (৪) অনুযায়ী তদন্ত করা হচ্ছে।

চক্রের কবল থেকে ১১ জন বাংলাদেশিকে উদ্ধারের পাশাপাশি ১৭টি বাংলাদেশি পাসপোর্ট, ২০টি মোবাইল ফোন, ৮০০ মালয়েশিয়ান রিঙ্গিত, ৮০০ মার্কিন ডলার ও দুইটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। উদ্ধার ১১ বাংলাদেশির বয়স ৩০-৩৮ বছর বলে জানানো হয়।

দাতুক জাকারিয়া শাবান জানান, চক্রটি কাজের লোভ দেখিয়ে তারা বাংলাদেশিদের মালয়েশিয়ায় আনতে প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার রিঙ্গিত আদায় করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘চক্রটি পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিটের সব ব্যবস্থা করে বাংলাদেশিদের পর্যটক হিসেবে মালয়েশিয়ায় প্রবেশ করাত।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×