লিগ ওয়ানে জয়ের ধারা ধরে রাখলো পিএসজি


News Image/PSG-Won-768x432.jpg

ফ্রেঞ্চ লিগ ওয়ানে লিলে’র বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে পিএসজি। এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে অবস্থান করছে তারা। রোববার (১ সেপ্টেম্বর) প্রতিপক্ষের মাঠে এ জয় পায় ১২ বারের ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখে পিএসজি। খেলার ৩৩তম মিনিটে ভিটর ফেরেইরার সফল স্পট কিকে এগিয়ে দলটি। সেই আনন্দের মূহুর্ত না কাটতেই ৩ মিনিটের ব্যবধানে আবারও এগিয়ে যায় পিএসজি। মার্কো অ্যাসেনসিও’র কাছ থেকে বল পেয়ে তা জালে পাঠান ব্রেডলি বার্কোলা। ২-০ ব্যাবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

বিরতির পর দু’দলই বশ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। তবে লক্ষ্যভেদ করতে পারছিলোনা কেউই। ম্যাচের ৭৮তম মিনিটে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় স্বাগতিকরা। একটি গোলও পরিশোধ করে তারা। তবে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে আবারও আনন্দে ভাসে প্যারিসের অন্যতম সফল দলটি। ৯২তম মিনিটে রানদাল কোলো মুয়ানির দারুণ ফিনিশিংয়ে আরও এগিয়ে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

উল্লেখ্য, ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে লুইস এনরিক শিষ্যরা।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×