আর্জেন্টিনাকে হারিয়ে কোপার প্রতিশোধ নিলো কলম্বিয়া
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৮:৪৯ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৪
নিজেদের মাঠে অজেয় আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে হারের প্রতিষোধ নিল কলম্বিয়া। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়া।
ম্যাচের শুরু থেকেই বিবর্ণ খেলছিলো আর্জেন্টিনা। তবে অন্যদিকে, দাপট দেখিয়েছে কলম্বিয়া। ম্যাচের আট মিনিটে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লের্মা। ম্যাচের ১২ মিনিটে চমৎকার এক সুযোগ পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি হুলিয়ান আলভারেজ।
এরপর ম্যাচের ২৫ মিনিটে, মসকেরার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দারুণ এক হেডে বল জালে জড়ান তিনি। গোল হজম করে বেশ চাপে পড়ে আলবিসেলেস্তারা। সমতায় ফেরার চেষ্টা করলেও প্রথমার্ধের বাকি সময়ে আরও বেশকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি লিওনেল স্কালোনি শিষ্যরা। যার ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় কলম্বিয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রতিপক্ষের ভুলে ঘুরে দাঁড়ায় আলবিসেলেস্তারা। রদ্রিগেজের ভুল পাসের সুবাদে মাঝমাঠ থেকে বল পেয়ে নিয়ন্ত্রণে নেন গঞ্জালেস। তার গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। তবে, লিড নিতেও বেশি সময় নেয়নি প্রতিপক্ষ কলম্বিয়া।
ম্যাচের ৬০ মিনিটে, রদ্রিগেসের সফল স্পট-কিকে ফের এগিয়ে যায় কলম্বিয়া। বিশ্বকাপ বাছাইয়ে এটি আর্জেন্টিনার ২য় হার। ম্যাচ হারলে-ও ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আলবিসেলেস্তারা। আর ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে অবস্থান কলম্বিয়ার।