জোড়া মাইলফলকের সামনে কোহলি


News Image/king-kohli-768x432.jpg

'মাস্টার ব্লাস্টার’ শচীন টেন্ডুলকারের পর ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বড় পোস্টার বয় ভিরাট ‘কিং’ কোহলি। ভারতের হয়ে গড়ে চলেছেন একের পর এক কীর্তি। এই রান মেশিন ছাড়িয়ে যাচ্ছেন ক্রিকেটের সব রথী-মহারথীদের। গত জানুয়ারির পর আবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবেন ভিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে ৫৮ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করবেন কোহলি। একই সঙ্গে ভেঙে দেবেন শচীন টেন্ডুলকারের রেকর্ড।

সর্বশেষ ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলেননি ‘কিং’ কোহলি। নয় মাস পর আবার লাল বলের ক্রিকেটে ফিরছেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস। বাংলাদেশের বিপক্ষে সিরিজে তার সামনে নতুন কিছু রেকর্ডের হাতছানি।

আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত কোহলির রান ২৬৯৪২ রান। ২৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন আর ৫৮ রান। বাংলদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে ৫৮ রান করতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৭ রান করার নজির গড়বেন। ভেঙে দেবেন শচীনের রেকর্ড।

বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসাবে করবেন ২৭ হাজার আন্তর্জাতিক রান। শচীন ছাড়া এই কৃতিত্ব রয়েছে কুমার সাঙ্গাকারা এবং রিকি পন্টিংয়ের। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১৬০০০-২৬০০০ রান পূর্ণ করার নজির রয়েছে কোহলির দখলেই।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের সিরিজ শুরুর আগে বাসিত আলী বলেছিলেন, শুধু বৃষ্টিই বাঁচাতে পারে বাংলাদেশকে। ভবিষ্যদ্বাণী এত বাজেভাবে ভুল প্রমাণিত হওয়ার পরও থেমে নেই বাসিত। এবার নিজের ইউটিউব চ্যানেলে দাবি করেছেন, বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে নাকি ডাবল সেঞ্চুরি করতে পারেন ভিরাট কোহলি।

বাসিত আলি বলেন, ইংল্যান্ড সিরিজে ভিরাট ছিল না। শ্রীলঙ্কাতেও ভালো পারফর্ম করতে পারেনি সে। তবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ভিরাটের ব্যাটে বড় সেঞ্চুরি দেখা যাবে। সেটা ১১০ কিংবা ১১৫ নয় সেটা হবে ডাবল সেঞ্চুরি।

বাংলাদেশের বিপক্ষে ২০১৯ সালে সাদা পোশাকে সবশেষ সেঞ্চুরি করেছিলেন কোহলি। ইডেন গার্ডেনসে দিবা-রাত্রির টেস্টে তিন অঙ্কের দেখা পেয়েছিলেন তিনি। এরপর লম্বা সময় সেঞ্চুরি-খরা তার ব্যাটে। আরও একটি মাইল ফলকের সামনে রয়েছেন কোহলি। ১৫২ রান করলেই ভারতের চতুর্থ ক্রিকেটার হিসাবে টেস্ট ক্রিকেটে ৯০০০ রান পূর্ণ করবেন তিনি।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×