টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরলো আর্সেনাল


News Image/PL-768x432.jpg

টানা দুই জয়ে এবারের মৌসুম শুরু করেছিল আর্সেনাল। আসরে নিজেদের ঠিক তৃতীয় ম্যাচেই গানার্সদের রুখে দেয় বাইট্রন। তবে দ্রুতই জয়ের ধারায় ফিরল মিকেল আর্তেতার দল। টটেনহ্যামের বিপক্ষে রোববার (১৬ সেপ্টেম্বর) প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে গানার্সরা। গোলশূন্য প্রথমার্ধের পর চমৎকার হেডে হাইভোল্টেজ লন্ডন ডার্বির ব্যবধান গড়ে দেন জালেগাব্রিয়েল মাগালিয়াইস।গোলে এসিস্টের ভূমিকায় ছিলেন বুকায়ো সাকা।

টটেনহ্যামের মাঠে এই নিয়ে টানা তিন লিগ ম্যাচ জিতল আর্সেনাল। ১৯৮৮ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম নর্থ লন্ডন ডার্বিতে টানা তিন অ্যাওয়ে ম্যাচে জিতলো আর্সেনাল। এ ছাড়া প্রিমিয়ার লিগে টানা ষষ্ঠ অ্যাওয়ে জিতল ২০১৩ সালের পর প্রথম। তবে মার্টিন ওডেগার্ড,তাকেহিরো তোমিয়াসু ও মিকেল মেরিনোওের মতো তারকাদের ছাড়া পাওয়া এই জয়টি হয়তো বেশি স্মরণীয় হয়ে থাকবে গানার্সদের।

ম্যাচের প্রথম ১০ মিনিটে দুটি দারুণ সুযোগ পায় টটেনহ্যাম। দুবারই দেজান কুলুসেভস্কির প্রচেষ্টা ঠেকিয়ে জাল অক্ষত রাখেন আর্সেনালের স্প্যানিশ গোলরক্ষক দাভিদ রায়া। প্রথমার্ধের বাকি সময়ে প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেনি আর কেউ। শেষপর্যন্ত গোলশূন্য ড্র’তে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে দুদলই আক্রমণাত্বক ভঙ্গিতে খেলতে থাকে। ম্যাচের ৬৪তম মিনিটে জয়সূচক গোলটি করেন মাগালিয়াইস। বুকায়ো সাকার কর্নারে ছয় গজ বক্সে লাফিয়ে হেডে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। শেষ দিকে টটেনহ্যামের আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোর হেড ঠেকিয়ে আর্সেনালের জয় নিশ্চিত করেন রায়া। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

উল্লেখ্য, টটেনহামের মাঠে টানা তৃতীয় জয়ের সুবাদে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে আর্সেনাল। ৪ ম্যাচে আরতেতার দলের পয়েন্ট ১০। সমান ম্যাচের সব কটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে লিভারপুল।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×