ইন্টার মিলানের কাছে পয়েন্ট হারাল সিটি, কষ্টের জয় পেল পিএসজি
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১১:৫৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৪
ঘরের মাঠে ছন্দ খুঁজে পায়নি ম্যানচেস্টার সিটি। ইন্টার মিলানের বিপক্ষে লড়াই করলেও জয়ের দেখা পেল না তারা। একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে একই অবস্থা হয় পিএসজির। যদিও শেষদিকে জিরোনার আত্মঘাতী গোলে জয় নিয়ে ফেরে তারা।
ইতিহাদ স্টেডিয়ামে গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। অপর ম্যাচে স্প্যানিশ ক্লাব জিরোনাকে ১-০ ব্যবধানে হারিয়ে আসর শুরু করে পিএসজি।
জিরোনার হয়ে আত্মঘাতী গোলটি করেন পল গাজ্জানিগা। ঘরের মাঠে খেলতে নেমে প্রথমার্ধে বিবর্ণ দেখা যায় সিটিকে। বিরতির পর অবশ্য আক্রমণে ফেরে তারা। কিন্তু গোল পাওয়া হয়নি আর। ম্যাচজুড়ে সর্বমোট ২২টি শট নেয় তারা, যার পাঁচটি ছিল লক্ষ্যে। আর ইন্টার মিলান নেয় ১৩ শট। যার চারটি লক্ষ্যে ছিল।
অপরদিকে ঘরের মাঠে পিএসজি ছন্দ হারায় শুরু থেকেই। বেশিরভাগ বল দখলে রেখে তারা সবমিলিয়ে নেয় ২৬টি শট। কিন্তু লক্ষ্যে ছিল স্রেফ পাঁচটি। অপরদিকে জিরোনা রক্ষণাত্মক হয়ে খেলতে থাকে। ৩টি শটের একটি লক্ষ্যে রাখে তারা। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজেদের সর্বনাশ ঢেকে আনে গাজানিগা।
বাঁ দিক থেকে আক্রমণে গিয়ে বক্সে সতীর্থের উদ্দেশে ক্রস বাড়ান নুনো মেন্দেস। এই বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন গাজানিগা।