ইউনাইটেডের নতুন প্রকল্প, ব্রিটিশ অর্থনীতিতে যোগ হবে ৭৩০ কোটি পাউন্ড


News Image/united-2.jpg

ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামের আশেপাশের সংলগ্ন এলাকা সংস্কারের প্রস্তাব ম্যানচেস্টার ইউনাইটেড। সংস্কার সম্পন্ন হলে সেখান থেকে ব্রিটিশ অর্থনীতিতে প্রতি বছর ৭৩০ কোটি পাউন্ড যোগ হতে পারে।
 
একটি অর্থনৈতিক সম্ভাব্যতা সমীক্ষায় এমনটাই উল্লেখ করেছে ক্লাব কর্তৃক গঠিত কমিশন।  যদিও সোমবার বৃহত্তর ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, প্রকল্পটির জন্য কোনো সরকারি অর্থ ব্যয় করা হবে না।

তাই নিজস্ব অর্থায়নেই সংস্কার কাজ চালিয়ে যেতে হবে ইউনাইটেডের।ওল্ড ট্র্যাফোর্ডের বর্তমান আসন সংখ্যা ৭৪ হাজার।

সেটাকে সংস্কার করে এক লাখ আসন সংখ্যা বিশিষ্ট স্টেডিয়াম বানাতে চায় ক্লাবটি। সেজন্য ২০০ কোটি পাউন্ড খরচ করার কথা ভাবছে তারা। 

সরকারি অর্থের জোগান না দিলেও ইউনাইটেডের এই প্রকল্পকে ইতিবাচকভাবেই নিচ্ছেন বার্নহ্যাম। যা একটি ‘মিশ্র ব্যবহৃত’ এলাকা তৈরি করবে। যেখানে অ্যাপার্টমেন্ট ব্লকস, শপিং সেন্টার ও গণপরিবহনের নতুন স্টেশন থাকবে।

বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান অক্সফোর্ড ইকোনমিক্স জানিয়েছে, প্রকল্পটির মাধ্যমে ৯২ হাজার নতুন চাকরি, ১৭ হাজার নতুন বাড়ি তৈরি হবে। এছাড়া এই এলাকায় প্রতি বছর ১৮ লাখ অতিরিক্ত পর্যটক দেখতে পাবে ইউনাইটেড।

বার্নহ্যাম বলেন, ‘এই দেশে আমার দেখা সবচেয়ে বড় সংস্কার প্রকল্প এটি। আশা করছি এটি বিশ্বের সেরা ফুটবল স্টেডিয়াম হবে। এর ফলে আশেপাশের বাসিন্দারাও সুবিধা পাবে। ’ 

চলতি বছরই ইউনাইটেডের মালিকানার কিছু অংশ কিনে নেন জিম র‍্যাটক্লিফ। ব্রিটিশ এই ধনকুবেরই প্রকল্পটি পরিচালনা করছেন। যদিও র‍্যাটক্লিফ শুরুতে প্রকল্পটির জন্য সরকারি সহায়তা পাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সেই সম্ভাবনা আর নেই বলতে গেলে।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×