ফেরার ম্যাচে রোনালদোর গোলে জিতলো আল নাসর


News Image/Ronaldo-768x432.jpg

অসুস্থতাজনিত কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে নিজের ক্লাবের হয়ে খেলতে পারেননি বেশ কিছু ম্যাচ। তবে ফিরেই সেই চিরচেনা রূপে ধরা দিলেন সিআর সেভেন। ফেরার দিনে নিজে গোল করার পাশাপাশি তার দল আল নাসরও জয় নিয়ে মাঠ ছেড়েছে। লিগ টেবিলের দুইয়ে উঠে এসেছে তার ক্লাব।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সৌদি প্রো লিগে ঘরের মাঠে আজ আল ওয়েহদাকে ২-০ ব্যবধানে হারায় আল নাসর। আনহেলো গাব্রিয়েল প্রথমার্ধে ক্লাবটিকে এগিয়ে নেয়ার পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান সিআর সেভেন।  

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে স্বাগতিকরা। ২৭তম মিনিটে এগিয়ে যেতে পারত ক্লাবটি। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর বল নিয়ে টেনে বক্সে গিয়ে হারিয়ে ফেলেন বল। ম্যাচের ৪১তম মিনিটে ডেডলক ভাঙেন গাব্রিয়েল। সতীর্থের ক্রস থেকে আসা বল ডান পায়ের জোরাল শটে বল জালে পাঠান এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় আল নাসর।

দ্বিতীয়ার্ধের ৯ম মিনিটে গোলের দেখা পান রোনালদো। ৫৬তম মিনিটে বক্সে আল নাসরের আল ঘান্নাম ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ভিএআর চেক করে নিজের সিদ্ধান্তেই অনড় থাকেন তিনি। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ মহাতারকা।  

উল্লেখ্য, চলতি মৌসুমে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে আল নাসর। অপরদিকে ১ পয়েন্টে এগিয়ে থাকা আল হিলাল রয়েছে টেবিলের শীর্ষে।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×