ফুটবলকে বিদায় বললেন পর্তুগিজ তারকা


News Defalt/ronaldo_nani_20241210_113221142.jpg

পেশাদার ক্যারিয়ারে যেভাবে এগিয়ে যাচ্ছিল, তাতে স্পষ্ট ছিল নানির অবসরের সময় ঘনিয়ে আসছে। ৩৮ বছর বয়সে সাবেক পর্তুগাল উইঙ্গার বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন গত রোববার।

Your Image

অবসরের সিদ্ধান্ত জানিয়ে নানি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বিদায় বলার সময় এসেছে, আমি একজন পেশাদার খেলোয়াড় হিসাবে আমার ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে ২০০৭ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ইউনাইটেডে যোগ দেন নানি। প্রথম বছরেই জেতেন চ‍্যাম্পিয়ন্স লিগ। ওল্ড ট্র‍্যাফোর্ডে কাটানো আট মৌসুমে চারটি প্রিমিয়ার লিগ ও দুটি লিগ কাপ জেতেন তিনি।

এদিকে চলতি মৌসুমে নিজ শহরের ক্লাব এস্ত্রেলা আমাদোরার হয়ে পর্তুগালের শীর্ষ লিগে খেলছিলেন নানি। গত মাসে স্পোর্তিংয়ের বিপক্ষে সবশেষ মাঠে নামেন তিনি। নানি তার দীর্ঘ ক‍্যারিয়ারে ভালেন্সিয়া, লাৎসিও, অরল‍্যান্ডো সিটি, ভেনেৎসিয়া, মেলবোর্ন ভিক্টরি ও আতানা দেমিরস্পোরের হয়ে খেলেছেন।

পর্তুগিজ এই তারকার  ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন ধরা দেয় ২০১৬ সালে, জাতীয় দলের হয়ে। সেবার পর্তুগালের প্রথমবারের মত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। জাতীয় দলের হয়ে ১১২ ম্যাচে তার নামের পাশে রয়েছে ২৪টি গোল।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×