মিলার-লিন্ডের ঝড়ে পাকিস্তানকে হারাল প্রোটিয়ারা
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১১:২১ পিএম, ১১ ডিসেম্বর ২০২৪
দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার মাঝে ঝলক দেখান ডেভিড মিলার ও জর্জ লিন্ডে। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে স্বাগতিকরা করে ১৮৩ রান। জবাব দিতে নেমে মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভালো জবাব দিচ্ছিল পাকিস্তান। কিন্তু লিন্ডে ১৮তম ওভারে চার বলের মধ্যে তিন উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন। তার অলরাউন্ড নৈপুণ্যে ১১ রানে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো প্রোটিয়ারা।
আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৮ রানে তৃতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। চতুর্থ ওভারেই এই দুর্যোগে পড়ে তারা। অধিনায়ক আইনরিখ ক্লাসেনকে (১২) নিয়ে ৪৩ রানের জুটি গড়ে এই ধাক্কা সামলে নেন মিলার। তারপর ডোনোভান ফেরেইরাকে অন্যপ্রান্তে রেখে ৩৩ রান যোগ করেন তিনি।
৪০ বলে ৪ চার ও ৮ ছয়ে ৮২ রান করে আউট হন মিলার। শেষ দিকে লিন্ডে ২৪ বলে ৩ চার ও ৪ ছয়ে ৪৮ রান করে স্কোরবোর্ডে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করান। ৯ উইকেট হারায় স্বাগতিকরা। শাহীন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ তিনটি করে উইকেট নেন। দুটি পান আব্বাস আফ্রিদি।
লক্ষ্যে নেমে তৃতীয় ওভারেই বাবর আজম ডাক মারলে সাইম আইয়ুবকে (৩১) নিয়ে রিজওয়ান প্রতিরোধ গড়েন। তাদের ৪০ রানের জুটি ভাঙার পর একাই লড়াই করে গেছেন রিজওয়ান। পাকিস্তানি অধিনায়কের ব্যাটে ১৭ ওভার শেষে জয়ের পাল্লা তাদের দিকে ভারী ছিল। শেষ তিন ওভারে ছয় উইকেট হাতে রেখে লাগতো ৩৬ রান। কিন্তু লিন্ডে এক ওভারে তিন উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন।
ওই ধাক্কা সামাল দিতে ১৯তম ওভারে তিন চার মারেন রিজওয়ান, আসে ১২ রান। যদিও শেষ ওভারে ১৯ রান তোলা একেবারে অসম্ভব হয়ে পড়ে তার বিদায়ে। মাফাকার বলে ৭৪ রানে থামেন রিজওয়ান। ৬২ বলের ইনিংসে ছিল পাঁচ চার ও তিন ছয়। ৮ উইকেটে ১৭২ রান করে থামে পাকিস্তান। লিন্ডে ব্যাটিংয়ে ঝলক দেখানোর পর বল হাতে ২১ রান খরচায় চার উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন।