অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের জন্য দল ঘোষণা বিসিবির
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০২:৫৪ পিএম, ১২ ডিসেম্বর ২০২৪
আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৫-২২ ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ার ক্লাংয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
মালয়েশিয়ার বায়ুইমাস ওভালে ছয় দলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ছয় দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’-তে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল।
কাল শুক্রবার (১৩ ডিসেম্বর) মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ সোমবার (১৬ ডিসেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে। তারপরের দিনেই স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে সুমাইয়া আক্তারের দল।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা (সহ-অধিনায়ক), ইভা, ফাহোমিদা ছোয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইসমীন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, আরভিন তানি, জান্নাতুল ইসলাম। মাওয়া, সাদিয়া আক্তার, মাহারুন নেসা।