বিপিএলে আবেদনময়ী মডেল নিয়োগ চট্টগ্রামের, জানা গেল উদ্দেশ্য


December 2024/Yeasha Sagor.jpg
ইয়েশা সাগর

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪ আসরে নতুন মাত্রা যোগ করেছে চিটাগাং কিংস। সাকিব আল হাসানকে সরাসরি দলে ভেড়ানোর পর এবার আরও একটি চমকপ্রদ ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের ইতিহাসে প্রথম বারের মত চিটাগাং কিংস নিয়োগ দিয়েছে একজন অফিসিয়াল সঞ্চালক। তবে, এটি শুধু একটি সাধারণ নিয়োগ নয়, কারণ হোস্ট হিসেবে যুক্ত হয়েছেন বিদেশি আবেদনময়ী মডেল ইয়েশা সাগর।

Your Image

কানাডিয়ান মডেল ইয়েশা সাগর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এক ভিডিও বার্তায় তিনি জানান, ‘আমি চিটাগাং কিংসে যোগ দিতে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিপিএলে কিংসদের জার্নির সব অ্যাকশন, থ্রিল ও স্মরণীয় মুহূর্ত তুলে ধরতে আমি প্রস্তুত।’

ইয়েশা সাগর কেবল একজন মডেল নন; তিনি একজন অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টারও বটে। এর আগে গ্লোবাল টি-টোয়েন্টি কানাডার আসরে সঞ্চালক হিসেবে কাজ করে বেশ জনপ্রিয়তা অর্জন করেন। কানাডার নাগরিক হলেও ইয়েশার শিকড় ভারতের পাঞ্জাবে। ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর জন্ম নেয়া এই গ্ল্যামার ব্যক্তিত্ব ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০১৫ সালে কানাডায় পাড়ি জমানোর পর মিউজিক ভিডিও এবং চলচ্চিত্রে কাজ শুরু করেন। ২০২৩ সালে তিনি পাঞ্জাবি চলচ্চিত্র ‘ইয়ারান দা রুতবা’য় অভিনয় করেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে চিটাগাং কিংসের অফিসিয়াল পেজে পোস্ট করা ভিডিও বার্তায় ইয়েশার নিয়োগের বিষয়ে জানানো হয়। সেখানে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বলা হয়, ‘কানাডিয়ান মডেল, অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগর বিপিএলে চিটাগাং কিংসের অফিসিয়াল হোস্ট হিসেবে থাকবেন। গ্ল্যামার, স্টাইল ও প্যাশন নিয়ে হাজির হবেন টুর্নামেন্টে। আগে কখনও দেখা যায়নি এমন শো, এর জন্য প্রস্তুত হোন।’

শনিবার (১৪ ডিসেম্বর) ইয়েশার জন্মদিন। এমন বিশেষ দিনে চিটাগাং কিংসে তার যোগদানের ঘোষণা ভক্তদের জন্য বাড়তি আনন্দের কারণ হয়ে উঠেছে।

চিটাগাং কিংস বরাবরই দলকে নতুন ধাঁচে সাজানোর চেষ্টা করে এসেছে। সাকিব আল হাসানের মত বিশ্ব মানের অলরাউন্ডার দলে ভেড়ানো এবং ইয়েশার মত একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বকে হোস্ট হিসেবে নিয়োগ দেয়া, ফ্র্যাঞ্চাইজিটির লক্ষ্য যে শুধু মাঠেই নয়, বিনোদন জগতেও দৃষ্টি আকর্ষণ করা, তা স্পষ্ট।

বিপিএল ২০২৪ আসর শুরু হতে আর বেশি দিন বাকি নেই। চিটাগাং কিংসের এমন চমকপ্রদ পদক্ষেপ কতটা সফল হয়, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×