রফিকের ঝড়ে নান্নু-রাজ্জাকদের হার


December 2024/Rafique.jpg

বিজয় দিবসে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে বড় জয় পেয়েছে শহিদ জুয়েল একাদশ। মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন শহীদ মুশতাক একাদশকে নয় উইকেটে হারিয়েছ খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বাধীন শহিদ জুয়েল একাদশ। ঝড়ো অর্ধশতকে এই ম্যাচের নায়ক কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিক।

Your Image

সোমবার (১৬ ডিসেম্বর) শহিদ মুশতাক একাদশ আগে ব্যাট করে ১৫ ওভারে ১২৯ রান করতে সমর্থ হয়। এই রান তাড়া করতে নেমে ঝড় তোলেন মোহাম্মদ রফিক।

দেশের ইতিহাসের অন্যতম সেরা এই বাঁহাতি স্পিনার শহিদ জুয়েল একাদশের হয়ে ওপেনিংয়ে নামেন। আরেক বাঁহাতি স্পিনার ও বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাকের বলে বোল্ড হওয়ার আগে ৩৬ বলে ১৬১ দশমিক ১১ স্ট্রাইক রেটে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে রফিক ও এহসানুল হক মিলে শত রানের জুটি গড়েন। রফিক ছয় চার ও দুই ছয়ে অর্ধশতক করে ফিরলেও ম্যাচ জিতিয়েই ফিরেন এহসানুল। শেষ পর্যন্ত ৪৩ রানে অপরাজিত থাকেন তিনি।

ওয়ান ডাউনে নেমে সাবেক ওপেনার ও বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান শাহরিয়ার নাফিস ১৬ রানে অপরাজিত থাকেন। চার বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় শহিদ জুয়েল একাদশ।

এর আগে মেহরাব হোসেন অপি ও হান্না সরকারের ব্যাটে ভাল শুরু পেয়েছিল শহিদ মুশতাক একাদশ। তবে, ৫০ রান পূর্ণ হওয়ার আগেই অপি ১৪ রান করে আউট হয়ে যান। তাকে ফেরান ফয়সাল হোসেন ডিকেন্স। আরেক ওপেনার হান্নান আউট হন ২৫ রান করে। নান্নু ১২, রাজ্জাক ১৫, হাসানুজ্জামান ১৯, মুশফিকুর ১০ ও হসিবুল শান্ত ১২ রান করেন। নির্ধারিত ১৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে শহিদ মুশতাক একাদশ।

শহিদ জুয়েল একাদশের হয়ে দুইটি করে উইকেট শিকার করেন রফিক ও তালহা যুবায়ের। অর্ধশতকের সঙ্গে দুই উইকেট শিকারে ম্যাচসেরা হয়েছেন রফিক।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×