ফিফা দ্য বেস্ট উঠলো ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুসের হাতে
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০১:০৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৪
ব্যালন ডি’র অল্পের জন্য মিস হলেও ফিফা বর্ষসেরার পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’ ঠিকই জিতে নিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। অসাধারণ এক মৌসুম কাটানোর স্বীকৃতি পেয়েছেন তিনি।
ক্যারিয়ারে প্রথমবার ফিফা দ্য বেস্ট জিতলেন ভিনি। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলেছেন এই ব্রাজিলিয়ান। মৌসুমে ২৪ গোল করেন। জিতেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও সুপার কোপা।
এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোল করেন তিনি। সুপার কোপার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হ্যাটট্রিক করেন।
ভিনির অবশ্য ব্যালন ডি’অর জয়ের বড় সম্ভাবনা ছিল। কিন্তু ইউরো জয়ী রদ্রির কাছে ওই পুরস্কার হারান তিনি। তবে ২০০৭ সালের পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে জিতলেন ফিফা দ্য বেস্ট।
ফিফা দ্য বেস্টেও ভিনির মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন রদ্রি। তবে মনোনয়ন পাওয়া ১০ জনের মধ্যে ৪৮ পয়েন্ট নিয়ে সেরা হয়েছেন ভিনি। রদ্রি ৪৩ ও জুড বেলিংহাম ৩৭ পয়েন্ট পেয়েছেন।