রিয়ালের কোচ হিসেবে যে রেকর্ড এখন শুধুই আনচেলত্তির


News Defalt/SEI233681040_20241219_113457065.jpg


রিয়াল মাদ্রিদে যোগ দিয়েই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিলেন কিলিয়ান এমবাপে। গত আগস্টে আতালান্তাকে হারিয়ে রিয়ালের জেতা উয়েফা সুপার কাপ শিরোপাই সাদা জার্সিতে এমবাপের প্রথম। সুপার কাপ জেতার মাধ্যমে লস ব্লাঙ্কোসদের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিও একটি রেকর্ড গড়েছিলেন। স্প্যানিশ জায়ান্টদের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড গড়েন তিনি। তবে এ রেকর্ডটি মিগেল মুনোজের সঙ্গে ভাগাভাগি করছিলেন তিনি।

রিয়ালের কিংবদন্তি কোচ মুনোজ লস ব্লাঙ্কোসদের হয়ে জিতেছেন মোট ১৪টি শিরোপা। গত আগস্টে জেতা উয়েফা সুপার কাপও ছিল স্প্যানশ ক্লাবটির হয়ে আনচেলত্তির চতুর্দশ শিরোপা। তবে এখন আর মুনোজের সঙ্গে সবথেকে বেশি কাপ জয়ের রেকর্ডটা ভাগাভাগি করতে হবে না ইতালিয়ান এই কোচকে।

গত রাতে মেক্সিকোর ক্লাব পাচুকাকে হারিয়ে ফিফা আন্তমহাদেশীয় কাপ জিতেছে রিয়াল। এ ম্যাচে জ্বলে ওঠেছিলেন রিয়ালের আক্রমণভাগের তিন তারকাই। এমবাপেকে দিয়ে শুরু, এরপর গোল পেয়েছেন রদ্রিগো এবং ভিনিসিয়ুস জুনিয়রও। এ তিন তারকার গোলে ৩-০ গোলে জয় পেয়েছে রিয়াল।

ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতায় রিয়ালের ২০২৪ সাল শেষ হলো বেশ ভালোভাবেই। আর আনচেলত্তিও হয়ে গেলেন ক্লাবের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ী কোচ। রিয়ালের হয়ে এ রেকর্ড গড়ে আনচেলত্তি বলেন, ‘অনেক শিরোপা! খুব ভালো লাগছে। আমি খুব আনন্দিত। এটা সাফল্য।’

তবে শিরোপা জিতে বছর শেষ করলেও আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ যে নেই সে কথাও জানিয়ে দিয়েছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘খুব ভালো। আমরা সবাই খুব খুশি। এটা গুরুত্বপূর্ণ ছিল। ২০২৪ সালটা আমরা অসাধারণভাবে শেষ করলাম...এর চেয়ে বেশি কিছু করা সম্ভব ছিল না। তবে রিয়াল মাদ্রিদে সব সময়ই যেটা হয় আরকি, এখন ২০২৫ নিয়ে ভাবতে হবে।’

শুধু রিয়ালের হয়ে সফল নন কোচ আনচেলত্তি। ইউরোপের শীর্ষ ৫ লিগ জেতা একমাত্র কোচও তিনি। চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন সবচেয়ে বেশি ৫ বার। নিজের এমন সাফল্য প্রসঙ্গে ইতালিয়ান এই কোচ বলেন, ‘অনেক, অনেক ভালো। পেছনে তাকিয়ে যখন দেখি, আমি এত বছরে অনেক অনেক শিরোপা জিতেছি, খুব খুশি লাগে। তবে সব সময়ই যেটা মনে রাখতে হবে, রিয়াল মাদ্রিদ এমন একটা ক্লাব, যেখানে সব সময় মনোযোগ ধরে রাখতে হয়। সব সময় এগিয়ে যেতে হয়। অর্থাৎ আরও সাফল্য।’  

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×