বিসিবির জরুরী সভায় সাকিব-তামিম ইস্যু


December 2024/BCB Sakib Tamim.jpg

জরুরী সভা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে শনিবার (২১ ডিসেম্বর) বিকালে এ সভা হয়।

Your Image

সভায় মেয়েদের ক্রিকেট, সাকিব-তামিমসহ আলোচনা হয়েছে বিপিএল নিয়েও। 

সভায় বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘আগের বোর্ড যেসব ওয়াদা করেছিল তা আমরা ফুলফিল করব।’ 

তা ছাড়া এশিয়া কাপজয়ী যুবাদের জন্য বড় পুরস্কার ঘোষণা করেছে বিসিবি।

দরজায় কড়া নাড়ছে বিপিএলের উন্মাদনা। আগামী ৩০ ডিসেম্বর থেকেই মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুরে সঙ্গীতানুষ্ঠান দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা।

বিপিএলের আসন্ন আসরের সবশেষ প্রস্তুতি, অনুমোদনসহ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয়ে সিদ্ধান্ত নিতে নিজেদের মধ্যে পরামর্শের জন্য শনিবার এ সভা করেছেন বোর্ড পরিচালকরা।
 
সভার মূল এজেন্ডা ছিল বিপিএল। তবে, আলোচনা হয়েছে মেয়েদের ক্রিকেট, সাকিব-তামিম ইস্যু নিয়েও। শুধু তাই নয়, বিপিএলের ট্রফি ট্যুর নিয়েও হয়েছে আলোচনা। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে হবে এবারের বিপিএলের ট্রফি ট্যুর।
 
গত ৮ ডিসেম্বর যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা টানা দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রোমাঞ্চকর ফাইনালে সেদিন ভারতকে ৫৯ রানের ব্যবধানে হারিয়েছিল আজিজুল হাকিম তামিমের দল। যার জন্য বিসিবির কাছ থেকে এশিয়ান চ্যাম্পিয়নরা বড় পুরস্কার পেতে চলেছে।
 
এশিয়া কাপ জয়ের পর দিন রাতে দেশে ফিরেছিল যুব ক্রিকেটাররা। সঙ্গে ছিলেন কোচিং স্টাফের সদস্যরাও। ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১১টায় এসে পৌঁছানোর পর যুব দলের ক্রিকেটারদের সংবর্ধনা দিয়েছিলেন বিসিবির পরিচালকরা। 

ফারুক আহমেদ দেশে ফিরলে বড় অর্থপুরস্কারের ঘোষণা আসতে পারে বলে শোনা যাচ্ছিল তখন থেকেই।
 
অবশেষে শনিবার যুব ক্রিকেটারদের জন্য কাঙ্ক্ষিত ঘোষণা দিয়েছে বিসিবি। বিসিবির বোর্ড মিটিং শেষে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ফারুক আহমেদ। এ সময় তিনি জানান, যুব এশিয়া কাপজয়ী প্রতি ক্রিকেটার ও কোচিং স্টাফ সদস্যদের তিন লাখ টাকা করে দেবে বিসিবি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×