রাঙ্গুনিয়ায় স্টেডিয়াম নির্মাণ সময়ের দাবি: এডভোকেট রেজা
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:১৩ পিএম, ২২ ডিসেম্বর ২০২৪
চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় একটি স্টেডিয়াম খুবই জরুরি। খেলাধুলার মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী যেমন হওয়া যায়, তেমনি সুদক্ষ খেলোয়াড়ও তৈরি করা যায়। এর জন্য প্রথমত প্রয়োজন খেলার মাঠ। রাঙ্গুনিয়ায় জনগণের এ চাহিদাটি সম্পূর্ণ অধরাই থেকে গেছে। বাস্তবতার নিরিখে রাঙ্গুনিয়ায় একটি স্টেডিয়াম নির্মাণ সময়ের দাবিতে পরিণত হয়েছে। এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নিতে রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছেন এডভোকেট রেজাউল করিম রেজা।
শনিবার (২১ ডিসেম্বর) বিকালে কর্ণফুলী ক্রীড়া পরিষদ আয়োজিত বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের ট্রেজারার ও ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট রেজাউল করিম রেজা এসব কথা বলেন।
কর্ণফুলী ক্রীড়া পরিষদের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী ডাবলুর সভাপতিত্বে টুর্নামেন্ট উদ্বোধক করেন পোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান। এতে প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পারভেজ মোশারফ।
পরিষদের অর্থ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার সহকারী উপ-পরিচালক মোহাম্মদ হাসান, প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সিনিয়র সহসভাপতি মো. ওসমান গনি, প্রবাসী মোহাম্মদ হোসাইন, আবদুল হক, আবদুল হালিম, জসিম উদ্দিন তালুকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক কাজী রাশেদ।
খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন বরইছড়ি ফুটবল একাডেমি ও কদলপুর ফুটবল একাডেমি।
নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত খেলায় গোল শূন্য ড্র হলে খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বরইছড়ি ফুটবল একাডেমি ৫-৪ গোলে কদলপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। খেলায় ম্যন অব দ্য ম্যাচ হয়েছে বরইছড়ি ফুটবল একাডেমির গোলকিপার হৃদয়।