এই স্যাটেলাইট কাঠের তৈরি!


News Defalt/6754ecc8690add40ed6a52b866052ff9-67344b1b38dd0.jpg

বিশ্বে প্রথমবারের মতো কাঠের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হলো। স্যাটেলাইটটি তৈরি করেছেন জাপানি গবেষকেরা। গত ৫ নভেম্বর স্যাটেলাইট উৎক্ষেপণ করে মহাকাশ অভিযানে এক নতুন অধ্যায়ের সূচনা করল জাপান। ব্রিটিশ বার্তা সংস্থা র‍য়টার্সের প্রতিবদেনে এ তথ্য জানা গেছে। 

কাঠের স্যাটেলাইটটি গুরুত্বপূর্ণ পরীক্ষার অংশ হিসেবে মহাকাশে পাঠানো হয়েছে। ধাতব উপাদানের পরিবর্তে কাঠ ব্যবহার করে ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল গ্রহে অভিযানের জন্য স্যাটেলাইট তৈরি করা সম্ভব কি না, তা এই পরীক্ষার মাধ্যমে বোঝা সম্ভব হবে। 
 
‘লিগনোস্যাট’ নামের স্যাটেলাইটটি হোনোকি কাঠ দিয়ে জাপানের কিয়োটো ইউনিভার্সিটি ও সুমিতোমো ফরেস্ট্রির গবেষকরা যৌথভাবে তৈরি করেছেন। ‘লিগনোস্যাট’ শব্দটি লাতিন ‘উড’ থেকে এসেছে। এটি একটি হাতের তালুর আকারের মতো ছোট স্যাটেলাইট। 

কিয়োটো ইউনিভার্সিটির গবেষক ও মহাকাশচারী তাকাও ডই বলেন, ‘কাঠ দিয়ে আমরা মহাকাশে বাড়ি তৈরি করে আজীবন বসবাস ও গবেষণা করতে সক্ষম হব বলে আশা রাখি।’ 

চাঁদ ও মঙ্গলে গাছ লাগানো এবং কাঠের ঘর তৈরির ৫০ বছরের পরিকল্পনা রয়েছে ডই ও তাঁর দলের। আর মহাকাশে কাঠ ব্যবহার করা সম্ভব কি না, তা প্রমাণ করতে নাসা স্বীকৃত কাঠের স্যাটেলাইট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।

কিয়োটো ইউনিভার্সিটির ফরেস্ট সায়েন্সের অধ্যাপক কোজি মুরাতা বলেন, ‘‌১৯০০ সালের শুরুতে উড়োজাহাজগুলো কাঠের তৈরি ছিল। তাই কাঠের স্যাটেলাইট অসম্ভব কিছু না। পৃথিবীর চেয়ে মহাকাশে কাঠ বেশি টেকসই হবে, কারণ সেখানে পানি বা অক্সিজেন নেই। ফলে কাঠকে নষ্ট হবে না।’

জাপানি এ গবেষকদের মতে, সাধারণ ধাতব স্যাটেলাইটগুলো বায়ুমণ্ডলে প্রবেশের সময় অ্যালুমিনিয়াম অক্সাইডের কণার সৃষ্টি করে, যা পরিবেশকে দূষিত করে। কিন্তু কাঠের স্যাটেলাইট সহজে পুড়ে যাবে এবং কম দূষণ তৈরি করবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×