দারাজে অনার ডিভাইসে চার হাজার টাকা পর্যন্ত ছাড়


December 2024/Honor.jpg
অনার

বছর শেষ হতে আর কিছু দিন বাকি। বছরের এই শেষ সময়কে আরও স্মরণীয় করে তুলতে স্মার্টফোন ব্র্যান্ড অনার ব্যবহারকারীদের জন্য এনেছে আকর্ষণীয় অফার। ব্যবহারকারীরা দেশের অনলাইন মার্কেটপ্লেস দারাজ আয়োজিত ১২.১২ ক্যাম্পেইনে অনার ডিভাইস কেনার সময় উপভোগ করতে পারবেন ২২ শতাংশ (চার হাজার টাকা) পর্যন্ত ছাড়।
 
দারাজ বছরের শেষ গ্র্যান্ড সেল এনেছে। এই ক্যাম্পেইন আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। ক্যাম্পেইনের চলাকালীন গ্রাহকরা অনার স্মার্টফোন ও ডিভাইসে ২২ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এই ক্যাম্পেইনে স্মার্টফোন, ট্যাবলেট, স্মার্টওয়াচ, ইয়ারবাডস ও পোর্টেবল স্পিকারসহ অনার ব্র্যান্ডের আরও বহু ডিভাইস পাওয়া যাবে।
    
সম্প্রতি অনার এক্স৭সি ফোনটি বাজারে এসেছে। ফ্ল্যাশ সেল চলাকালীন এই ডিভাইসটি কেনার সময় গ্রাহকরা ২০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়া, ক্রেতারা উপহার হিসেবে পাবেন একটি উইন্ডব্রেকার।  
এই কেনাকাটার অভিজ্ঞতা আরও সুবিধাজনক করার জন্য, স্মার্টফোন ব্যবহারকারীরা ব্যাংক কার্ড দিয়ে ডিভাইস কেনার সময় শূন্য শতাংশ ইন্টারেস্টে ইএমআই সুবিধা পাবেন; সাথে থাকছে ফ্রি ডেলিভারি। 

Your Image

অনারের ডিভাইস ও ক্যাম্পেইন অফার সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন https://cutt.ly/HonorDaraz। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×