
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি ব্যানার টানানোর ঘটনা ঘটেছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। রোববার (২ নভেম্বর) ভোররাতে ব্যানারগুলো টানানো হয়, তবে শিক্ষার্থীদের নজরে আসার পর সেগুলো ছিঁড়ে ফেলা হয়।
প্রাথমিক খোঁজে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন ও আবাসিক আলাওল ছাত্র হলে দুটি ব্যানার টাঙানো হয়েছিল। আলাওল হলের ফটকে টাঙানো ব্যানারে লেখা ছিল, ‘সেন্টমার্টিন ও চট্টগ্রাম বিদেশীদের হাতে দেব না। জাগো বাঙালি জাগো, মাতৃভূমি রক্ষা করো। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।’ ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবিএম মহিউদ্দীন চৌধুরী ও মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছবি স্থান পেয়েছিল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-র ভিপি ইব্রাহিম হোসেন রনি ফেসবুকে লিখেছেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি স্থানে রাতের আঁধারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানার টানানো হয়েছে। তারা ভুলে গেছে, এটি শহিদ তরুয়া ও শহিদ ফরহাদের রক্তসিক্ত পবিত্র ক্যাম্পাস। ক্যাম্পাস নিয়ে ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় নেই।”
এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা, যারা বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসনে কর্মরত, এবং ক্যাম্পাসে থাকা ছাত্রলীগের কর্মীরাই ব্যানারগুলো টাঙিয়েছে। তিনি আরও জানান, “আমরা অনেক আগেই প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম, পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হোক। কিন্তু তারা আমাদের দাবি শুনেনি।”
শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতির সুযোগে ছাত্রলীগ এই ধরনের কর্মকাণ্ড করেছে। তিনি জানিয়েছেন, “আমরা জড়িতদের বিচার দাবি করছি এবং সাংগঠনিকভাবে এ বিষয়ে কর্মসূচি পালন করবো।”
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।