
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হাজারো চোখের অপেক্ষার কেন্দ্রে ফিরে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। টানা ৬ হাজার ৩শ ১৪ দিন পর তিনি দেশে পা রাখলেন, যা রাজধানীর রাজপথে সৃষ্টি করেছে অভূতপূর্ব আবহ।
তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি–২০২, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে তিনি দেশে অবতরণ করেন। এই খবরে ঢাকার বিভিন্ন এলাকায় ভোর থেকেই আন্দোলিত হতে শুরু করে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা।
কনকনে শীত উপেক্ষা করে ভোরের আলো ফোটার আগেই পূর্বাচলের ৩০০ ফিট সড়কজুড়ে মানুষের ঢল নামে। নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। কুয়াশামাখা সকালে কেউ দাঁড়িয়ে, কেউ বসে, আবার কেউ শুয়ে অপেক্ষা করতে দেখা যায় ইতিহাসের সাক্ষী হওয়ার আশায়।
বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর সকাল থেকে রাজধানীর সড়কগুলো ‘লিডার আসছে’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পাশাপাশি ‘তারেক রহমান ফিরবেন, গণতন্ত্র ফিরবে’, ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ স্লোগানেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা সংবর্ধনা অনুষ্ঠানের দিকে অগ্রসর হতে থাকেন। স্লোগান আর মানুষের ঢলে রাজধানীর রাজপথে তৈরি হয় এক ব্যতিক্রমী রাজনৈতিক দৃশ্য।