বান্দরবানে রিসোর্টে গণধর্ষণের শিকার গৃহবধূ, আটক ২


Jan 2025/Feb 2025/DDDDDRESN.jpg

বান্দরবানের লামায় একটি রিসোর্টে এক গৃহবধূ (২১) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিরিঞ্জা এলাকার একটি রিসোর্টে এই ঘটনা ঘটে। এ সময় গৃহবধূর স্বামী রুবেল ধর্ষণে সহায়তা করেন বলে নারীর অভিযোগ। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে স্বামী রুবেলসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

পরে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত গৃহবধূর স্বামী রুবেল ও তার বন্ধু সাগরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দুজন উপজেলার মধুঝিরি গ্রামের বাসিন্দা। ধর্ষণের শিকার গৃহবধূ রুবেলের দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।

সূত্র জানায়, মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের নাইটগার্ড রুবেল (২৬) তার স্ত্রীকে নিয়ে গত শনিবার রিসোর্টে যান।

সে রিসোর্ট থেকে গত মঙ্গলবার তাকে অন্য আরেক রিসোর্টে নিয়ে ৫ বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে। এতে ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়ে। পরে গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পাশাপাশি স্বামীসহ ৭ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার সকালে পুলিশ অভিযান চালিয়ে গৃহবধূর স্বামী রুবেল ও তার বন্ধু সাগরকে গ্রেপ্তার করে।

এরপর উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে ৫ দিনের রিমান্ড চায় পুলিশ। আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, গণধর্ষণের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×