
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, একটি গোষ্ঠী বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে, তারা বলছে বিএনপি এটা করবে, ওটা করবে কিন্তু বাস্তবে তারাই দেশে অশান্তি সৃষ্টি করেছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা শিকদার মার্কেট সংলগ্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের উপর ৩১ দফা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সপু আরও বলেন, ফ্যাসিবাদরা দীর্ঘ ১৬ বছর দেশের নেতৃত্ব দিয়েছে এবং দেশের অবস্থা একেবারেই খারাপ করে দিয়েছে। বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ। এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী সংসদ নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে হলে বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা প্রয়োজন।
তিনি যোগ করেন, নির্বাচন হয়ে গেলে দেশের অর্থনীতি থেকে শুরু করে সব কিছুই সুন্দরভাবে চলবে। যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো কাদা ছোড়াছুড়ি বন্ধ করে দেশের উন্নয়ন ও পুনর্গঠনে আমাদের সঙ্গে যোগ দিন।
সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল। উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহিম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জাকারিয়া মোল্লা, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের এনেস্থেসিয়া বিভাগের প্রধান ডা. মোশাররফ হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
কর্মশালার শেষে নিমতলা বাজার এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়।