
চট্টগ্রামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় মোহাম্মদ জাহেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) চান্দগাঁও থানার মৌলভীপুকুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
জাহেদুল হামজারবাগ এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, একই দিন বিকেলে নগরের পাঁচলাইশ থানাধীন হামজারবাগ সংগীত আবাসিক এলাকার একটি নালা থেকে ২৬ বছর বয়সী মোহাম্মদ হাসিবুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। হাসিব জাঙ্গালপাড়া এলাকার বাসিন্দা এবং নগরের ২নং গেট এলাকায় একটি রেস্টুরেন্টে চাকরি করতেন।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মাসখানেক আগে হাসিব ওই প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেন। সম্প্রতি তারা এলাকায় ফিরে আসেন। প্রবাসী স্বামীও দেশে ফিরে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলে এবং হাসিবকে বোঝানোর চেষ্টা করলেও দুজন তাদের অবস্থানে অনড় থাকায় সে ক্ষিপ্ত হন।
ফলে, সোমবার দুপুরে প্রবাসী জাহেদুল হাসিবকে বাসায় ডেকে নিয়ে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করেন। পরে মরদেহ নালার মধ্যে ফেলে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা মরদেহ দেখে পুলিশকে খবর দেন এবং বিকেলে পুলিশ তা উদ্ধার করে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, হাসিবের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক ছিল এবং পরে তারা বিয়ে করেছেন। প্রবাসী স্বামী বিষয়টি জেনে দেশে ফিরে এসে স্ত্রীকে সংসারে ফেরানোর চেষ্টা করেন, এরপর হত্যাকাণ্ড সংঘটিত হয়।