
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সফিউল্লাহ সংগঠনের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। সোমবার (৪ নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে সফিউল্লাহ লেখেন, “আমি দীর্ঘদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। কিন্তু দুঃখের বিষয়, আজ সেই আন্দোলনের ভেতরে এমন কিছু অপসংস্কৃতি ও অনৈতিক কর্মকাণ্ড জন্ম নিয়েছে, যা আমাদের রক্তঝরা সংগ্রাম ও ত্যাগকে উপহাস করেছে। যেখানে আত্মত্যাগের জায়গায় স্বার্থপরতা, যেখানে চেতনার জায়গায় ব্যক্তিকেন্দ্রিকতা, সেখানে বিবেকবান একজন মানুষের পক্ষে চুপ থাকা মানে অপরাধে নীরব অংশীদার হওয়া। আমি সেই অপরাধে শরিক হতে পারি না। তাই আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা কমিটির নির্বাহী সদস্য ও যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছি।”
তিনি আরও লিখেছেন, “আমি কখনও ব্যক্তিস্বার্থ, লোভ বা অনৈতিক কোনো লাভের চিন্তায় আন্দোলনে অংশ নিইনি। আদর্শ, সততা, আর শহিদদের রক্তের প্রতি দায়বদ্ধতাই ছিল আমার একমাত্র চালিকাশক্তি। আমি যা কিছু করেছি, তা সংগঠনের মর্যাদা, দেশের প্রতি ভালোবাসা এবং জুলাই অভ্যুত্থানের চেতনা থেকে প্রেরণা নিয়ে করেছি।”
এ বিষয়ে সংগঠনের কুমিল্লা মহানগর আহ্বায়ক আবু রায়হান জানান, “মো. সফিউল্লাহ জুলাই আন্দোলনের একজন সক্রিয় কর্মী। তাঁর পদত্যাগের বিষয়টি আমরা সামাজিক মাধ্যমে জেনেছি। কেন তিনি পদত্যাগ করেছেন, তা খতিয়ে দেখা হবে।”