
নারায়ণগঞ্জে তরুণ নেতৃত্বের সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, এখন পর্যন্ত তার সংগঠন কোনো নির্বাচনী জোটের অংশ নয়। তিনি বলেন, “রাষ্ট্রব্যবস্থা ও দেশের পরিবর্তনের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ভূমিকা বিবেচনার পর জোটের কথা ভাবব। রাষ্ট্র সংস্কারে তরুণদের স্বপ্ন দেখতে হবে।”
গতকাল শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে যুব ও ছাত্র অধিকার পরিষদের আয়োজিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজবিরোধী তারুণ্যের সমাবেশে তিনি এসব কথা বলেন।
নুর আরও বলেন, “নারায়ণগঞ্জের বিভিন্ন কলকারখানা, শিল্প মালিকদের কাছ থেকে আগে শামীম ওসমানের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের লোকজন চাঁদা নিত। এখনও কেউ না কেউ চাঁদা নিচ্ছে। চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাস বন্ধে রাজনৈতিক কমিটমেন্ট দরকার। কিন্তু কেউ সেটি চায় না। কারণ সবাই ভোটকেন্দ্র দখল করার জন্য, গুন্ডামি, মাস্তানি করার জন্য তাদের পৃষ্ঠপোষকতা করতে চায়।”
তিনি যোগ করেন, “নারায়ণগঞ্জে অসংখ্য সংগ্রামী ও সাহসী তরুণ রয়েছে, যারা শামীম ওসমানদের রক্তচক্ষু উপেক্ষা করে হাসিনার পতনের জন্য লড়াই করেছে। মানুষের সমর্থন পেলে তারাই আগামীর জনপ্রতিনিধি হবে। বেশির ভাগ ক্ষেত্রে মাদকের ব্যবসা-বাণিজ্য চলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে। শুধু ব্যক্তি পাল্টায় দৃশ্যপট পাল্টায় না।”
নুর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, “আগামীতে বাংলাদেশ কোন দিকে যাবে এবং কীভাবে পরিচালিত হবে তার ফয়সালা হবে এই নির্বাচনে।”
সমাবেশে বক্তব্য দেন যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্র অধিকারের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান রাজ এবং সভাপতিত্ব করেন যুব অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি শেখ সাব্বির।