
খাগড়াছড়ি জেলা কারাগার থেকে দুই হাজতি আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় জেলা প্রশাসন দ্রুত তদন্ত কমিটি গঠন করেছে।
রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পুলিশ সুপারের প্রতিনিধি, গণপূর্ত বিভাগের প্রতিনিধি, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদস্য হিসেবে রয়েছেন। একই সঙ্গে পলাতক আসামি ধরতে পুলিশের অভিযান চলছে।
পলাতক হওয়ার ঘটনা ঘটে বিকেল ৫টার দিকে, যখন খাগড়াছড়ি জেলা কারাগারের দক্ষিণ পাশের দেওয়াল দিয়ে দুই হাজতি পালানোর চেষ্টা করেন। দায়িত্বপ্রাপ্ত কারারক্ষীরা তাদের লাঠি ছুড়ে থামানোর চেষ্টা করেন, তবে তা ব্যর্থ হয় বলে এক নাম প্রকাশে অনিচ্ছুক কারারক্ষী জানান।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন, পালিয়ে যাওয়া দুই আসামির মধ্যে রাজিব হোসেনকে শহরের টিএনটি গেইট এলাকা থেকে পুনরায় আটক করা হয়েছে। অপর আসামি শফিকুল ইসলাম এখনও পলাতক রয়েছেন এবং তাকে ধরতে পুলিশের বিশেষ অভিযান চালানো হচ্ছে।