
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আবাসিক কোয়ার্টার থেকে গলা কাটা অবস্থায় রিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার ঘটনায় তার স্বামী আদিল (২৮)–কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় অবস্থিত র্যাংগস ফ্যাক্টরির আবাসিক কোয়ার্টার থেকে রিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাতে জানা যায়, রিয়া আক্তার জামালপুর সদরের চুনুটিয়া গ্রামের হালিম মণ্ডলের মেয়ে। স্বামী আদিল ওই ফ্যাক্টরিতে বাবুর্চি হিসেবে কাজ করেন এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে কোম্পানির কোয়ার্টারেই থাকতেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আদিলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।
পুলিশের ধারণা, পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে তদন্ত সম্পন্ন হলে প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. ইমরান আহম্মেদ বলেন, ‘আমরা নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’