
খুলনার জেলা ও মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে ঘটে যাওয়া ফজলে রাব্বী রাজন ও হাসিব হাওলাদার হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে মো. রিপন (৩৬) নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে নগরীর রূপসার চাঁনমারী এলাকার চর স্কুল গলিতে অভিযান চালিয়ে রিপনকে আটক করা হয়। খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, “চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলায় জড়িত সন্দেহে মো. রিপনকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা হলে তাকে রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া ভিডিও ফুটেজ দেখে জড়িতদের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।”
এর আগে, গত রোববার দুপুরে খুলনার জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনের জনাকীর্ণ সড়কে গুলি চালিয়ে ও কুপিয়ে ফজলে রাব্বী রাজন ও হাসিব হাওলাদারকে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, নিহতরা খুলনার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পলাশ বাহিনীর সদস্য হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ আরও জানিয়েছে, এই হত্যাকাণ্ডে আরেক শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রনি চৌধুরী বাবু ওরফে ‘গ্রেনেড বাবু’-র সম্পৃক্ততা রয়েছে। ঘটনার তদন্তে মাদক ব্যবসা সংক্রান্ত কোন্দল, আধিপত্য বিস্তারসহ মোট চারটি কারণকে কেন্দ্র করে অনুসন্ধান চলছে।