
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির ঘোষিত ডোর-টু-ডোর ক্যাম্পেইন, রাজনৈতিক কর্মসূচি এবং নির্বাচনী প্রচারণাসহ সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার গতকাল নেতাকর্মীদের প্রতি এ নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় গতকাল দুপুরে পানছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক এম এন আবছার, পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাতে দেশনেত্রীর দীর্ঘায়ু, সুস্থতা এবং বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে একাত্মতার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
পানছড়ি উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের ধৈর্য ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।