
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ যারা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত তাদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করা হবে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরায় আন্তঃজেলা কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
প্রেস সচিব আরও বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটিকে কেউ প্রতিহত করতে পারবে না।
উৎসবমুখর পরিবেশে মাগুরায় শুরু হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে আয়োজিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন শফিকুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের। ক্রীড়া পরিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। জেলার ৪ উপজেলার বিভিন্ন কলেজ থেকে ৯টি দলের ফুটবলাররা এতে অংশগ্রহণ করছেন।