
দেশজুড়ে জুলাই যোদ্ধাদের জন্য স্থায়ী পুনর্বাসন ব্যবস্থার তীব্র প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার ৫ ডিসেম্বর দুপুরে পঞ্চগড় চেম্বার ভবনে ওয়ারিয়র্স অব জুলাই আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, শহীদ এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়।
সারজিস আলম অনুষ্ঠানে বলেন, “জুলাই যোদ্ধাদের মধ্যে কয়েকজনকে আর্থিক সহায়তা ও বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। তবে এর পারমানেন্ট একটা সলিউশন দরকার। তাদের পুনর্বাসন করা এবং সরকারি না হলেও বেসরকারি চাকরির ব্যবস্থার বিষয়টি ভাবা জরুরি। পাশাপাশি তাদের আকাঙ্খা বাস্তবায়ন করা দরকার। যেন দেশ ও জনগণের আকাঙ্খা রাজনৈতিক দলের এজেন্ডার ঊর্ধ্বে হয়।”
তিনি আরও বলেন, “জাতীয় নাগরিক পার্টি এই জায়গায় কমিটমেন্ট করছে ব্যক্তি দল গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে পঞ্চগড়ের সাধারণ মানুষ এবং দেশের স্বার্থকে আমরা প্রাধান্য দেবো।”
সারজিস আলম জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের পুনর্বাসনকে কেন্দ্র করে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জামায়াতের কর্ম পরিষদ সদস্য সফিউল্লাহ সুফি, জাগপার সহসভাপতি শামসুজ্জামান নয়ন, ইসলামী আন্দোলন পঞ্চগড়ের সহসভাপতি ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ, বিএনপি নেতা রুবেল পাটোয়ারী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, ওয়ারিয়র্স অব জুলাই পঞ্চগড়ের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদ ও সদস্য সচিব মিঠুন ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।