
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি বাউফল উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফরম গ্রহণ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “এবারের ভোটকে আমরা উৎসবে পরিণত করতে চাই। আজ যে মনোনয়নপত্র সংগ্রহ করেছি, তা শুধুমাত্র আমার বা বাংলাদেশ জামায়াতে ইসলামের নয়, বরং এটি বাউফলের সম্মানিত ভোটারদের। এখানকার ভোটাররাই এই মনোনয়নের প্রকৃত মালিক এবং ইনশাআল্লাহ, তারা বিজয়ী করে তুলবেন।”
তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে প্রায় সাড়ে ৩০০টি মামলা ছিল। ৬৭ দিন রিমান্ডে রাখা হয়, আমাকে পঙ্গু করার পরিকল্পনা করা হয়েছিল। সেই পঙ্গুত্ব বহন করে দুই বছর হুইলচেয়ারে জীবনযাপন করতে হয়েছে। আমার এক সন্তান শহীদ হয়েছে, আমাকে এক সপ্তাহ ধরে গুম করে রাখা হয়েছিল এবং ক্রসফায়ার দেওয়াই ছিল চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ তায়ালা আমাকে যে জীবন দিয়েছেন, তা আমি বাউফলবাসীর জন্য উৎসর্গ করতে চাই। তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারলে আমরা গর্বিত হব। ইনশাআল্লাহ, এবার আমরা বাউফলবাসীকেই এমপি বানাবো।”
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ জানান, বাউফল আসনে ইতোমধ্যেই দুইজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম বিতরণের কার্যক্রম ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের আমির নাজমুল আহসান, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারী এবং দলটির অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য, পটুয়াখালী-২ আসনে ড. শফিকুল ইসলাম মাসুদের প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনী ময়দানে রয়েছেন বিএনপির শহীদুল আলম তালুকদার এবং এনসিপির মুজাহিদুল ইসলাম শাহিন।