
ভারতে কারাবন্দী কক্সবাজারের ৫৩ জন জেলের পরিবারকে সাময়িক স্বস্তি দিতে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। প্রত্যেক জেলে পরিবারের সদস্যদের হাতে সরাসরি নগদ অর্থ তুলে দেওয়া হয়, যাতে দীর্ঘদিন ধরে উপার্জনক্ষম সদস্য কারাগারে থাকায় সৃষ্ট সংকট কিছুটা লাঘব হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম জেলেদের প্রতি সচেতনতার আহ্বান জানিয়ে বলেন, “জেলে ভাইদের প্রতি অনুরোধ থাকবে, তারা সাগরে যাওয়ার আগে যেন জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করে একটি তালিকা থানায় জমা দেন এবং জেলে কার্ডটি অবশ্যই সংরক্ষণ করেন।”
তিনি আরও বলেন, “বন্দী জেলেদের দ্রুত তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে স্থানীয় সরকারের কাছে তালিকা আগেই পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় অন্যান্য প্রক্রিয়া চলমান রয়েছে।”
সহায়তা পেয়ে অনুভূতি প্রকাশ করে উপকারভোগী শাহনাজ আক্তার বলেন, “আমার স্বামী দীর্ঘদিন ধরে ঘরে নেই। দুই সন্তান নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি। এমন সময়ে এই সহায়তা আমাদের জন্য অনেক কাজে আসবে।”
আরেক উপকারভোগী মুবিনা বেগম বলেন, “আমাদের একটাই চাওয়া—আমাদের স্বামী ও সন্তানরা যেন নিরাপদে ঘরে ফিরে আসে। সরকার যেন তাদের প্রত্যাবর্তনের বিষয়টি গুরুত্ব সহকারে দেখে।”
কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম বলেন, “দীর্ঘদিন ধরে পরিবারের উপার্জনক্ষম সদস্য কারাবন্দী থাকায় এসব পরিবার চরম আর্থিক অনিশ্চয়তা ও মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে কোস্ট ফাউন্ডেশন এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করেছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দিদার আলম, মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী হামিদ উল্লাহ এবং মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী রুবেল হাসান।