
কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ এক তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে আহত শিশুটিকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করেন। বর্তমানে সে লাইফ সাপোর্টে রয়েছে।
আহত স্কুলছাত্রীর নাম হুজাইফা আফনান। সে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যাং ইউনিয়নের লম্বাবিল এলাকার বাসিন্দা।
চিকিৎসকদের তথ্যমতে, গুলিটি মেয়েটির মুখ দিয়ে প্রবেশ করে সরাসরি মস্তিষ্কে পৌঁছেছে। পরিবারের সদস্যরা জানান, সীমান্তঘেঁষা হোয়াইক্যাং এলাকায় মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া গুলিতে সে আহত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, ‘গুলি মেয়েটির মুখ দিয়ে ঢুকে ব্রেনে চলে গেছে। তাই তার অবস্থা এখন সংকটাপন্ন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’