
নরসিংদীর শিবপুরে ঢাকা–সিলেট মহাসড়কের পাশে কারারদী এলাকার ‘স্টার ফিলিং স্টেশনে’ একটি প্রাইভেটকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও গাড়িটির পেছনের অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আর চালক ঘটনাস্থল ত্যাগ করেছেন।
শনিবার (১৭ জানুয়ারি) স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১১টার দিকে ঢাকা মেট্রো–গ ১৩৪৯৯৯ নম্বরের প্রাইভেটকারটি গ্যাস নিতে স্টার স্টেশনে আসে। গ্যাস নেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হয়। এর ফলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়, তবে ফিলিং স্টেশনের কোনো ক্ষতি হয়নি। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা আতঙ্কিত হয়ে পড়ে।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, “স্টার সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে গাড়িটি ধ্বংস হয়ে গেছে। কোনো হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারের লিকেজ থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। গাড়িটি থানায় আনা হয়েছে। চালক পলাতক রয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।