
টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে টিএফআই সংশ্লিষ্ট গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ একটি গুরুত্বপূর্ণ মোড় নিতে যাচ্ছে বিচারিক প্রক্রিয়া। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে সংঘটিত এসব ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে আদেশ দেওয়ার দিন নির্ধারিত রয়েছে আজ।
রোববার ২১ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চ এ আদেশ দেবেন। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হবে কি না, তা স্পষ্ট হবে।
মামলায় মোট আসামির সংখ্যা ১৭ জন, যার মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন। গ্রেপ্তার হওয়া ১০ সেনা কর্মকর্তার মধ্যে আছেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান যিনি বর্তমানে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে রয়েছেন, র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।
অন্যদিকে মামলার আরও কয়েকজন আসামি এখনও পলাতক। তাঁদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ এবং র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মো. খায়রুল ইসলাম।
গত ১৪ ডিসেম্বর মামলার শুনানিতে তিন আসামির পক্ষে আইনজীবী হামিদুল মিসবাহ এবং সাতজনের পক্ষে তাবারক হোসেন যুক্তি উপস্থাপন করেন। আসাদুজ্জামান খাঁন কামালসহ তিনজনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম হাসান ইমাম শুনানি করেন। আরও তিন আসামির পক্ষে আইনজীবী সুজাদ মিয়া এবং শেখ হাসিনার পক্ষে আইনজীবী মো. আমির হোসেন আদালতে বক্তব্য রাখেন। শুনানিকালে প্রত্যেক পক্ষই ভিন্ন ভিন্ন ভিত্তিতে তাঁদের মক্কেলদের অব্যাহতির আবেদন জানান।
এর বিপরীতে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল এ বিষয়ে সিদ্ধান্ত ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন।