
বাংলাদেশ ব্যাংক সমস্যা প্রবণ পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংককে একত্রিত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংকগুলোর বোর্ড ভেঙে দিয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালককে চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের তথ্য জানানো হয়েছে।
যেসব ব্যাংকের বোর্ড ভাঙা হয়েছে, সেগুলো হলো: এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।
এ বিষয়ে বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময়ে এই পাঁচ ব্যাংকের মধ্যে চারটির মালিকানা ছিল এস আলমের হাতে, আর একটির মালিক ছিলেন নজরুল ইসলাম মজুমদার। ওই সময় ব্যাংকগুলো থেকে বিভিন্ন নামে হাজার হাজার কোটি টাকা স্থানান্তরিত হওয়ার ঘটনা ঘটে। এর ফলে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে এবং গ্রাহকরা তাদের জমানো অর্থ ফেরত পেতে সমস্যা ভোগ করেন।
এই পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে। সরকারি স্তর থেকেও এই পরিকল্পনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।