
সরকারি বরাদ্দে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়ে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরার।
রবিবার, ১৯ অক্টোবর, শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘‘আমরা মনে করি, শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার। কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে, অর্থ মন্ত্রণালয় বরাদ্দ করেছে। এর জন্য আমাদের দিক থেকে যথেষ্ট চেষ্টা করেছি। এ অবস্থায় সরকারের সিদ্ধান্ত মেনে আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানাই।’’
তিনি আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়ি ভাড়া ভাতা নির্ধারণের ঘোষণা দেওয়ার পর আন্দোলন স্থগিত করে শিক্ষকদের পাঠদানে ফিরে যাওয়া উচিত।
এরই মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের রোববারের এক আদেশে বলা হয়, বিদ্যমান বাজেট সীমার মধ্যে থেকে মূল বেতনের ৫ শতাংশ হারে (কমপক্ষে ২০০০ টাকা) এই ভাতা কার্যকর করা হচ্ছে। নতুন এ হার নভেম্বর মাস থেকে কার্যকর হবে।