
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবির আন্দোলনে সক্রিয় ভূমিকার অভিযোগে জয়পুরহাটের এক শিক্ষক নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। নোটিশপ্রাপ্ত শিক্ষক মু. মাহবুবর রহমান ক্ষেতলাল উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং প্রাথমিক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক।
২ ডিসেম্বর মঙ্গলবার তাকে এই নোটিশ দেওয়া হয়, যা স্বাক্ষর করেন জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জেছের আলী। মাহবুবর রহমানকে তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠন তিন দফা দাবির চাপ বাড়াতে গত ৭ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। ঘোষণার পর ৭ থেকে ১০ নভেম্বর পর্যন্ত তিনি ও অন্যান্য শিক্ষক সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেন।
নোটিশে আরও বলা হয়, আন্দোলনের বিষয়টি সরকারের নজরে এলে ১০ নভেম্বর অর্থ সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তিনি ও অন্যান্য শিক্ষক নেতাদের সচিবালয়ে বৈঠক করা হয়। সেখানে দাবি বাস্তবায়নের বিষয়ে সর্বাত্মক উদ্যোগের আশ্বাস দেওয়া হয় এবং পরবর্তীতে সরকারি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের পর আন্দোলন স্থগিত করা হয়।
তবে অভিযোগ করা হয়েছে, পরবর্তী সময়ে তিনি ও অন্য নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য ও উসকানিমূলক ভিডিও প্রকাশ করতে থাকেন এবং উত্থাপিত দাবি দ্রুত বাস্তবায়নের জন্য প্রজ্ঞাপন জারির আহ্বান জানান। নোটিশে আরও বলা হয়, তিনি ১ ডিসেম্বর শুরু হওয়া তৃতীয় প্রান্তিক পরীক্ষা গ্রহণ থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এসব ভিডিও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নজরে আসে।