
সরকারি প্রতিশ্রুতিতে দীর্ঘসূত্রতা আর শিক্ষক নেতাদের শোকজ নোটিশ ঘিরে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় বুধবার থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ।
মঙ্গলবার ২ ডিসেম্বর পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন জানান, সরকার তিন দফা দাবির বিষয়ে কোনো বাস্তব অগ্রগতি দেখাতে পারেনি। তিনি বলেন, ‘সরকারের দেওয়া প্রতিশ্রুতিতে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। উল্টো আমাকে এবং অন্য দুই শিক্ষক নেতাকে শোকজ করা হয়েছে। তাই দেশব্যাপী আন্দোলন আরও জোরদার করা ছাড়া আমাদের আর কোনো পথ নেই।’
শিক্ষক নেতাদের অভিযোগ, অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে করা অঙ্গীকার অনুযায়ী তিন দফা দাবি বাস্তবায়নের বিষয়টি ২২ দিন ধরে স্থগিত রয়েছে। দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় বুধবার থেকে পরীক্ষা বর্জনের সঙ্গে কমপ্লিট শাটডাউন চলবে বলে তারা জানিয়েছেন।
সংগঠনের সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত না হলে এই কর্মসূচি অব্যাহত থাকবে। বিশেষ করে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডসহ তিনটি মূল দাবির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চলবে। পাশাপাশি দাবি উপস্থাপনের কারণে আহ্বায়ক মো. আবুল কাসেম, মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ, খাইরুন নাহার লিপি, মু. মাহবুবুর রহমান এবং ২০২৩ ও ২০২৫ ব্যাচের শিক্ষকদের শোকজ নোটিশ দেওয়ার প্রতিবাদে আরও কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার সকাল ১১টায় দেশের প্রতিটি উপজেলা শিক্ষা অফিসের সামনে শিক্ষকরা প্রতিবাদ সমাবেশ করবেন।
পরিষদের তিন দফা দাবির মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করা, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তিতে জটিলতা দূর করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করা।